বর্তমান সময়ের তরুণ উদ্যোক্তাদের মাঝে অন্যতম সুজয় দে। তিনি সফটকেয়ার আইটির সহ প্রতিষ্ঠাতা এবং একজন সফল উদ্যোক্তা। তার চলার পথের কিছু অভিজ্ঞতা শেয়ার করেছেন আজ আমাদের সাথেঃ
আপনি একজন তরুণ উদ্যোক্তা, একজন সফল উদ্যোক্তা বলা যায় আপনাকে।
কিভাবে শুরুটা ছিল?
আপনি অনেক ধরনের ব্যবসাই তো করেছেন শুরুর দিকে?
সফটকেয়ার নিয়ে কিছু বলুন।
সফটকেয়ার এ এখন মোট কত জন কাজ করছে?
তরুণদের আপনি কি বলবেন?
অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সময় দেবার জন্য। অনেক গল্পশোনার বাকী রয়ে গেলো অন্য একদিন আমাদের পাঠকদের জন্য আবার নিয়ে আসবো আশা করি।
ধন্যবাদ আপনাকে।
ফ্রিল্যান্স (Freelance) শব্দটি Free এবং Lance দুটি শব্দের সমান্বয়ে তৈরি। ১৯০০ শতকের শুরু হতে এই শব্দটির প্রচার ও প্রসার বাড়তে থাকে।
ফ্রিল্যান্সার (Freelancer) হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি কোনো নির্দ্দিষ্ট প্রতিষ্ঠানের সাথে কোনো প্রকার চুক্তিবদ্ধ না হয়ে স্বাধীন ভাবে কাজ করে থাকে। এখানে তার কাজের কোনো নির্দ্দিষ্ট পারিশ্রমিক নাও থাকতে পারে, আবার ফুল টাইম বা পার্ট টাইম এ বিষযটি নির্দ্দিষ্ট নাও হতে পারে।
আরো সহজ ভাবে বললে, ফ্রিল্যান্সার হচ্ছে মুক্ত বা স্বাধীনচেতা একজন- যিনি বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে নিজ দক্ষতা অনুযায়ী বিভিন্ন ধরনের কাজ করে থাকেন।
যেমন: একজন রাইটার যিনি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য কিছু কন্টেন্ট লিখে থাকে। তেমনি একজন লোগো ডিজাইনার কিছুদিনের জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়ে লোগো ডিজাইন করে থাকে।
এখন আমি আপনাদেরকে জনপ্রিয় তিনটি মার্কেটপ্লেসের সাথে পরিচিত করাবো, যেগুলি থেকে আপনি আপনার ফ্রিল্যান্স ক্যারিয়ার শুরু করতে পারেন।
মার্কেটপ্লেস | ফাইভার | আপওয়ার্ক | ফ্রিল্যান্সার ডট কম |
প্রতিষ্ঠা সাল | ২০১০ | ১০১৫ | ২০০৯ |
প্রতিষ্ঠাতা / সিইও | সাই উইনিগরি ও মিকা কফম্যান | স্টিফেন ক্যাসরিয়েল | ম্যাট বেরী |
হেড অফিস | তেলাভিভ, ইসরাইল | ক্যালিফোর্নিয়া | সিডনি, অস্ট্রেলিয়া |
রেজিষ্টার ফ্রিল্যান্সার | নির্দ্দিষ্ট নয় | ১ কোটি + | ১ কোটি + |
We are waiting for your response.....
Website hit counter:
Live Website Traffic
SoftCare is a best IT expert company in bangladesh. SoftCare also a best training institute in our sub-continent
Email: info@softcareit.com
Phone: +880 1931-65 24 76